অধিকাংশ মানুষ যেযব জিনিস তাদের নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে বেশি চিন্তা করার কারণে চাপের মাঝেই বসবাস করে। যেমনঃ অতীতের ঘটনা, বাইরের ইভেন্ট বা মানুষ কী বলবে/ভাববে। এর ফলে তারা তাদের আয়ত্বের মধ্যে জিনিসগুলোকে পাশ কাটিয়ে যায়, যেমনঃ তাদের নিজস্ব বিশ্বাস, আচরণ ও আবেগ। এদের মধ্যে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনার কাজ ও জীবন সম্পর্কে আপনি যা বিশ্বাস করবেন সেই অনুযায়ীই আপনার অনুভূতি হবে যা আপনার কাজকে গতি দেবে। বিজনেস ক্ষেত্রে অনেককিছুই আসবে এবং যাবে, এর মাঝেও প্রাণবন্ত থাকতে এই ৮টি বিশ্বাস থাকা জরুরি।
১। আজকের সাফল্য আগামীকাল নাও থাকতে পারে। সাফল্য দিয়ে সব সময় মোটিভেটেড থাকা ও সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না।
২। সাফল্যের চেয়ে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা জরুরি। ভুল দিয়েই বিনয়ী ও নিরপেক্ষ হওয়া যায়।
৩। “আমি চেষ্টা করে দেখব” এটা বলা যাবে না। কারণ সেই কাজগুলো কখনও করা হয় না। এর বদলে বলতে হবে “আমি অবশ্যই করব” এবং “আমাকে করতেই হবে”
৪। অনেকেই ব্যর্থ হওয়ার ভয়ে থাকে, তবে নিজে থেকে কাজ না করলে, এমনিতেই ব্যর্থতা অনিবার্য, তাই কাজ করাই শ্রেয়।
৫। যা বলবেন তাই যেন আপনার মনের কথা হয়, তা না হলে চুপ থাকাই উত্তম।
৬। নিজের সুখ নিজের হাতে, তাই যখন অন্যরা আপনার সাথে দুর্বিনীত হবে, আপনি ততই নিজের প্রতি বিনয়ী হবেন।
৭। ৫টি শব্দ কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয় আর তা হলঃ কোন কিছু মনে করা যাবেনা।
৮। জীবনে তীব্র আবেগ থাকলেও বিজনেসের কাজে ব্যক্তিগত আবেগ মূল্যহীন।
it’s very helpful for us.lot of thanks for information.