বইয়ের জগতে হারিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই ঢাকা শহরে রয়েছে বেশ কটি গ্রন্থাগার। এর মধ্যকার কয়েকটি গ্রন্থাগার সম্পর্কে নিচে তথ্য দেয়া হল।
১। জাতীয় পাবলিক লাইব্রেরীঃ
অবস্থানঃ শাহাবাগ, ঢাকা। (জাতীয় জাদুঘরের পাশে)
কে কে ব্যবহার করতে পারবেনঃ এই গ্রন্থাগারটি সকলের জন্য উন্মুক্ত।
কি কি বার খোলা থাকেঃ শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন খোলা থাকে।
কতক্ষণ খোলা থাকেঃ এই গ্রন্থাগারটি সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকে।
সদস্যপদ দরকার আছে কিঃ এখানে বই পড়ার জন্য কোন সদস্যপদের প্রয়োজন নেই।
ওয়েবসাইটঃ www.centralpubliclibrarydhaka.org
ফোন নাম্বারঃ ৮৮(০২)৮৫০০৮১৯।
২। ব্রিটিশ কাউন্সিলঃ
অবস্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোড-এ অবস্থিত।
কে কে ব্যবহার করতে পারবেনঃ এটি সবার জন্য উন্মুক্ত তবে নির্দিষ্ট ফির বিনিময়ে যে কেউ এই লাইব্রেরীতে বই পড়ার সুযোগ নিতে পারেন।
কি কি বার খোলা থাকেঃ শনি থেকে বৃহস্পতিবার। শক্রবারে বিকেলে কিছু সময়ের জন্য।
কতক্ষণ খোলা থাকেঃ সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত এবং শক্রবারে বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত খোলা থাকে।
সদস্যপদ দরকার আছে কিঃ সদস্যপদ দরকার আছে। বিভিন্ন ধরনের সদস্যপদের মধ্যে সবচে কম ব্যাপ্তিকালের সদস্যপদটি তিন মাসের জন্য এবং এই সদস্যপদের জন্য নির্ধারিত ফি ১০০০ টাকা। ব্রিটিশ কাউন্সিল –এর নির্ধারিত ফরম পূরণ করে এর সদস্য হওয়া যায়। ফরম পুরনের জন্য এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও যে কোন ধরনের পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে।
ওয়েবসাইটঃ www.britishcouncil.org.bd, ই-মেইলঃ bd.enquires@britishcouncil.org
ফোন নাম্বারঃ +৮৮(০)৯৬৬৬৭৭৩৩৭৭
৩। আঁলিয়াস ফ্রসেঁস
অবস্থানঃ ঢাকার মিরপুর রোড-এ অবস্থিত (ল্যাব এইড এর উল্টো দিকে)
কে কে ব্যবহার করতে পারবেনঃ আঁলিয়াস ফ্রসেঁস –এর ছাত্র-ছাত্রী।
কি কি বার খোলা থাকে এবং কতক্ষণ খোলা থাকেঃ এটি সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ২৩০ মিনিট থেকে রাত ৯:০০ টা পর্যন্ত এবং শুক্রবারে সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা ও বিকাল ৫:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকে। রোববার সাপ্তাহিক ছুটি।
সদস্যপদ দরকার আছে কিঃ সদস্যপদ দরকার আছে এবং এক বছরের জন্য সদস্য হওয়া যায় যার ফি ২,০০০ টাকা। সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে এবং সাথে এক কপি পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
ওয়েবসাইটঃ www.afdhaka.org, ই-মেইলঃ info@afdhaka.org
ফোন নাম্বারঃ +৮৮০১৬৭৮০৮৬৪৪২
৪। আর্চার কে. ব্লাড লাইব্রেরী (আমেরিকান সেন্টার)
অবস্থানঃ ঢাকার গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার এ।
কে কে ব্যবহার করতে পারবেনঃ এই লাইব্রেরীটিও শুধুমাত্র এর সদস্যদের জন্য উন্মুক্ত।
কি কি বার খোলা থাকে এবং কতক্ষণ খোলা থাকেঃ এটি রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।
সদস্যপদ দরকার আছে কিঃ সদস্যপদ দরকার আছে। মাত্র ৫০০ টাকার বিনিময়ে এক বছরের জন্য যে কেউ এর সদস্য হতে পারবেন। তার জন্য নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে এবং পাসপোর্ট সাইজ ছবি ও পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
ওয়েবসাইটঃ http://dhaka.usembassy.gov/information_resource_center.html, ই-মেইলঃ IRCdhaka@state.gov
ফোন নাম্বারঃ +৮৮(০২)৫৫৬৬২৮২৯
৫। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারঃ
অবস্থানঃ বাসা – ৩৫, রোড – ২৪, গুলশান – ১, ঢাকা।
কে কে ব্যবহার করতে পারবেনঃ শুধুমাত্র এর সদস্য।
কি কি বার খোলা থাকে এবং কতক্ষণ খোলা থাকেঃ শুক্রবার ছাড়া বাকি সব দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা ৩০ পর্যন্ত।
সদস্যপদ দরকার আছে কিঃ সদস্যপদ দরকার আছে। ১,০০০ টাকার বিনিময়ে যে কেউ এর সদস্য হতে পারেন। সদস্য হওয়ার জন্য ওয়েব সাইট থেকে ফর্ম ডাউনলোড অথবা সরাসরি অফিস থেকে সংগ্রহ করে তা পুরন করে করে সাথে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
ওয়েবসাইটঃ www.hcidhaka.gov.in
ফোন নাম্বারঃ +৮৮০২৯৮৮৯৩৩৯